রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বরিশালে এবারে ৬০০ মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় ৫৬২টি এবং মহানগরে ৩৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (০৩ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
পুলিশ অফিসার্স মেসে মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশাররফ হোসেন।
সভায় জানানো হয়, বরিশাল মহানগরে এবারে ৭৮০জন পোশাকধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া মোট ১৫শ’ পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। পাশাপাশি পূজা চলাকালীন সময় চারদিন নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে পৌছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা বিসর্জনের শেষ সময় রাত ১২টা করার দাবি জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান, উপ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, মহানগর পূজা উপদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটুসহ নগরীর পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিরা।
Leave a Reply