শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে গ্রেফতার ও ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করেছে।
সোমবার দুপুরে নগরীর বিবির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম স্বপন। তিনি ঝালকাঠির কাঠপট্টি এলাকার তপনের ছেলে। অভিযোগ উঠেছে কোটি টাকার মালিক স্বপনকে ছাড়িয়ে নিতে থানায় ভিড় করেছে একটি প্রভাবশালী মহল।
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, গ্রেফতারকৃত স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
Leave a Reply