মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ঢাকা থেকে সাইকেলে এক পোশাক শ্রমিকের বরগুনায় আসার পর এবার অ্যাম্বুলেন্সে এসেছেন এক ব্যক্তি। যিনি করোনায় আক্রান্ত। শুধু আক্রান্ত ব্যক্তি নন; সেই অ্যাম্বুলেন্সে ছিলেন তার পরিবারের দুই সদস্য। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরগুনায় দুইজন নতুন কোভিড-১৯ রোগী শনাক্তের তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এই দুইজনের মধ্যে অ্যাম্বুলেন্সে করে বরগুনায় ফেরা ব্যক্তি রয়েছেন। আক্রান্ত এই ব্যক্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। অ্যাম্বুলেন্সে এসেছেন তার স্ত্রী ও এক সন্তান। আক্রান্ত অপর ব্যক্তি বরগুনার বামনা উপজেলার বাসিন্দা।
এ নিয়ে বরগুনায় ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে দুইজন। আক্রান্তদের মধ্যে বামনা উপজেলায় তিনজন, বেতাগী উপজেলায় একজন, আমতলী উপজেলায় দুইজন এবং সদর উপজেলায় ছয়জন। আক্রান্তরা সবাই দেশের বিভিন্ন স্থান থেকে বরগুনা এসেছেন।
আক্রান্ত ওই ব্যক্তির প্রতিবেশীরা জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান তিনি। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে অ্যাম্বুলেন্সে বরগুনার বাসায় আসেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশ দেয়। পরের দিন নমুনা সংগ্রহ করে বরগুনার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, সোমবার (২০ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, আক্রান্ত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। কে কে তার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে তারা জানার চেষ্টা করছেন। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এই ব্যক্তির বাসাসহ আশপাশের কয়েকটি বাড়ি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল সকালে সাভার থেকে সাইকেলে যাত্রা শুরু করে ১০ এপ্রিল বিকেলে বরগুনা পৌঁছান এক পোশাক শ্রমিক। তিনিও করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন।
Leave a Reply