রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে অপহৃত ১০ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। অপহরণকারী নাঈম মুছুল্লীকে গ্রেফতার করতে না পারলেও তার বাবা দেলোয়ার মুছুল্লী ও মা মুনসুরা বেগমকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের নিজাম ঘরামীর মাদ্রাসায় পড়ুয়া ১০ শ্রেণীর শিক্ষার্থীকে গত ২৩ জুন চাওড়া চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার মুছুল্লীর ছেলে বখাটে নাঈম তার দুই সহযোগীসহ অপরহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার (২৯ জুন) রাতে আমতলী থানার এসআই জ্ঞান কুমার অপহরনকারী নাঈম মুছুল্লীর বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ওই মামলার অপর আসামি অপহরণকারীর বাবা ও মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বুধবার (৩০ জুন) অপহৃতা মাদ্রাসা শিক্ষার্থীকে ২২ ধারায় জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক মো. সাকিব হোসেন অপহৃতার জবানবন্দি গ্রহণ করে পুলিশকে ডাক্তারি পরীক্ষার জন্য আদেশ প্রদান করার পাশাপাশি গ্রেফতারকৃত অপহরণকারীর বাবা-মাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অপহৃত ভিকটিমের বাবা মো. নিজাম ঘরামী বলেন, বখাটে নাঈম তার দুই সহযোগিকে নিয়ে আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তার জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক জবানবন্দি গ্রহণ শেষে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply