সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ গতকাল রাত থেকে বরগুনা শহরে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকের উদ্যোগে জুয়ার আসরে অভিযান চালানো হয়েছে। বরগুনা শহরের সদর রোডে কাটপট্টি নামক জায়গায় একটি পরিত্যক্ত ঘরে প্রতিদিন জুয়ার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে রোববার দুপুর ১২ টার দিকে অভিযান চালানো হয়। প্রশাসনের টের পেয়ে জুয়ারিরা পালিয়ে যায়। পরে জুয়ার ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে ক্রোক স্লুইজের পাসে রাজ্জাকের বাড়িতে একটি আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, আমরা খবর পেয়েছি বরগুনা শহরের বিভিন্ন জায়গায় গোপনে জুয়ার আসর বসে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান চালাচ্ছি। এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা এদেরকে সহযোগী করে তাদেরকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।তাতে যত বড় শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply