মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:০১ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। স্থানীয় কৃষকরা শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাখালী ধান ক্ষেতে ধান কাটতে গিয়ে গলিত লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলু লাশের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ষাটোর্ধ ওই ব্যক্তিকে ১২ থেকে ১৫ দিন আগে মেরে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। লাশের পড়নে সবুজ গেঞ্জি, লুঙ্গি ও মুখে পাকা দাড়ি রয়েছে।
এঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা
হয়েছে।
Leave a Reply