শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি।। পরিবারের সদস্যদের সাথে রাগ করে জাকির হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বরগুনার পাথরঘাটায়।প্রথমে দগ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাকিরের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।পাথরঘাটার পৌর শহরের ৭ নং ওয়ার্ডে জিয়ার মাঠ সংলগ্ন নদীর তীরে কেওড়া বনে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ জাকির হোসেন মৃত মো. সামসুল হক মাঝীর ছোট ছেলে।আহতের বড় ভাই ইমাম হোসেন জানান, জাকির ঢাকার আব্দুল্লাহপুর হায়দাবাদ আজগীর উলুম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। রমজানের মাসে মাদ্রাসার ছুটি কাটাতে বাড়িতে আসলে ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যেতে রাজি না হয়ে বেটারি চালিত অটোরিক্সা কিনতে বায়না করে।ইমাম হোসেন আরো বলেন, ছোট বেলা থেকেই জাকিরের হার্টের সমস্যা ছিল। বছর খানেক আগে জাকির হোসেনের ওপেন হার্টের সার্জারি করা হয়েছে। তাই জাকিরকে রিক্সা কিনে না দিয়ে দোকান দিয়ে ব্যবসা করার কথা বলি।
যাতে দোকানের পাশাপাশি সে লেখাপড়াও চালিয়ে যেতে পারে। তাকে রিক্সা না কিনে দেয়ায় আমাদের সাথে রাগ করে সকাল ১০টায় বাড়ির সামনে নদীর তীরে কেওড়া বনে গায়ে পেট্রল দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, জাকিরের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থার আশঙ্কাজনক। আমারা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেই-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়েছে।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতাল গিয়ে দেখে এসেছি, ধারনা করা হচ্ছে পারিবারিক মতবিরোধ এর কারনে এ ঘটনা ঘটিয়েছে, তার অবস্থা গুরুতর। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply