মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ৩৫ জনকে এক বছরের জেল, ২০ জনকে ৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দিকে, বাকি চারজনের বয়স কম হওয়ায় কিশোর আইনে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনটি স্পিড বোট ও পাঁচটি নৌকা এবং চোরাই পথে বরিশাল পাচারকালে জব্দ করা হয়েছে প্রায় ৭০ মন ইলিশ।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে ভোলা সদরের মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ২৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এছাড়া চরফ্যাশনের মেঘনা নদী থেকে আরও ৩২ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চরফ্যাশনের ১৬ জেলেকে ৮০ হাজার টাকা জরিমানা ও বাকিদের এক বছর করে জেল দেওয়া হয়। এ সময় ৩টি স্পিড বোট ও পাঁচটি নৌকা জব্দ করে দুই লাখ ৫৫ হাজার টাকা নিলাম করা হয়। এছাড়া ভোলা থেকে বরিশাল পাচার কালে আল আফসার নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ৭০ মণ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply