বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন। বরিশাল নগরীর চৌমাথা নবগ্রাম রোড সড়কটি দীর্ঘদিন যাবত মেরামত সংস্কার না করার কারণে বেহাল দশা, যান চলাচল ও জন-দূর্ভোগ যেন চরমে উঠেছে। বরিশাল সিটির আওতাধীন এই সড়কটির বেশির ভাগই- ভাঙ্গাচোরা, খানাখন্দকে ভরা এ যেন জন সাধারণের গলার কাটায় পরিনত হয়েছে।
সড়কের এই বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দূর্ঘটনা। দৈনন্দিন প্রয়োজনে হাজার হাজার পেশাজীবি, শ্রমজীবি, ব্যাবসায়ী ও চাকুরীজীবি অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এই সড়ক দিতে যাতায়েত করে তাদের জন্য এক ধরনের জনভোগান্তির কারন হয়ে দাঁড়িয়েছে।
এই সড়কে যাত্রী পরিবহন করা ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তি ও দূর্ভোগ পোহাতে হচ্ছে। কোন সংস্কার কাজ না হওয়ায় পিচ-খোয়া উঠে গিয়ে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীরা জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সিটি মেয়র ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply