রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরিশাল নগরীর যানজট নিরসন ও নগরবাসীর দূর্ভোগ লাঘবে নির্দিষ্ট স্থানে যাবাহন পার্কিয়ের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন’র সেরনিয়াবাত সাদিক ।
মেয়র এর নির্দেশে ঈদের পূর্বে কেনা কাটার সুবিধার্থে নগরীর গীর্জা মহল্লা সংলগ্ন একে স্কুল মাঠে নিরাপদে গাড়ী পার্কিয়ের ব্যবস্থা করেন বিসিসি কর্তৃপক্ষ। এতে করে একদিকে নগরীতে যানজট দূর হবে পাশাপাশি গাড়ীগুলোও থাকবে নিরাপদে ।
নগর কর্তৃপক্ষ জানায়, ঈদের পূর্বে মানুষ কোনাকাটা করার জন্য শহরমুখি হন। যে কারনে শহরে যানবাহন চলাচলও বেড়ে যায়। যার ফলে বেড়ে যায় সিমাহিন যানজট। তার ওপর কেনাকাটা করতে আসা মানুষগুলো তাদের যানবাহনগুলো রাস্তার পাশে পার্ক করে রাখেন।
এসমসা সমাধানে প্রথমবারের মত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে মার্কেট প্লেসে সম্পূর্ণ আলাদাভাবে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। সিটি মেয়র এর উদ্যোগের ফলে শহরের ফজলুল হক এভিনিউ, গির্জা মহল্লা, চকবাজার এলাকা অনেকটাই যানজটমুক্ত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply