শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলকে আরো জনপ্রিয় করতে চায় গভর্নিং কাউন্সিল। তাই ভবিষ্যতে দেশের বাইরেও আয়োজন করা হতে পারে টি-টোয়েন্টির জমজমাট এই আসর। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এছাড়া প্রতি বছর সূচি বা টুর্নামেন্ট আয়োজনের সময় নিয়ে জটিলতা এড়াতে, বিপিএলের জন্য নির্ধারিত ক্যালেন্ডার করা নিয়েও কাজ করছে গভর্নিং কাউন্সিল।
ফিক্সিং কেলেঙ্কারির জন্য দু’বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে আবারো শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএল। আগের দুই আসরে নানা বিতর্ক থাকলেও, অপেশাদার তকমাটা ধীরে ধীরে সরে যেতে শুরু করে।
এরই মধ্যে বিপিএল বেশ জনপ্রিয় বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মাঝে। তবে এর জনপ্রিয়তা আরো বাড়াতে এবার ভিন্ন পন্থা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ২০০৯ সালে চট্টগ্রামে শুরু হওয়া পোর্ট সিটি ক্রিকেট লিগের দ্বিতীয় আসর বসেছিলো আরব আমিরাতের শারজায়। এবার বিপিএলকে দেশের গন্ডির বাইরে নিতে চায় বোর্ড।
বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, এটাকে গ্লামারাস করার জন্য হয়তো আমরা বাইরে করতে পারি। এবছরই যদি একান্তই না হতো তাহলে আমরা বাইরে করা যায় কিনা চিন্তা করতাম। ভেন্যু আমরা ঠিক করিনি তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাত সামনে চলে আসে।’
২০১২ সালে শুরু হলেও, এখন পর্যন্ত বিপিএল আয়োজনের নেই নির্ধারিত কোনো ক্যালেন্ডার। যেখানে আইপিএল বা বিগ ব্যাশ হচ্ছে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট সময়েই। আগামীতে বিপিএলের জন্যও নির্ধারিত ক্যালেন্ডার করার পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল।
Leave a Reply