শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ইউক্রেনে হামলায় নিহত বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হাদিসুর রহমান আরিফের বাড়িতে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একদল নেতা। এ সময় তারা আরিফের শোকাহত মা-বাবাকে সান্ত্বনা ও লাশ ফিরিয়ে আনার আশ্বাস দেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ইউক্রেনে জাহাজে থাকা ২৮ বাংলাদেশীর খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে নৌ-পরিবহনমন্ত্রীকে এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
হাদিসুর রহমান আরিফের লাশ ও সেখানে আটকে পড়াদের ফিরিয়ে আনার ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। আমরা আশাবাদী, আরিফের লাশ চলে আসবে। সেখানে যারা আটকে পড়েছেন তাদেরও নিরাপদ জায়গায় সরিয়ে আনা হবে।
আফজাল হোসেন বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমরা চাই না কোনোভাবেই আমাদের দেশের কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হোক। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় খুব শিগগিরই তাদের ফিরিয়ে আনবে সরকার।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির প্রমুখ।
Leave a Reply