রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩রা মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
প্রস্তুতিমূলক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগে বেশ কিছু কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়েছে এবছর দিবসটি উৎসবমুখর ও যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি করা, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় ডিসি অফিসসহ বঙ্গবন্ধুর সকল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, মসজিদ মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, গতবছর করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে। সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সময়কাল বৃদ্ধি করায় এবছর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবো।
এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply