শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ঈদের পর দিনও ঘরে ফেরা মানুষের পদচারণায় সরগরম রাজধানীর বাস টার্মিনালগুলো। সকাল থেকে মহাখালী, গাবলতী, শ্যামলী, কল্যানপুর বাস কাউন্টার ঘুরে দেখা যায় প্রতিবারের মত এবারও ঈদের পর দিন ঘরে ফিরছেন শত শত মানুষ। যাত্রীরা বলছেন টিকেট না পাওয়ার কারণে ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি তারা। কেউ আবার যানজট এড়াতে আজকের দিন বেছে নিয়েছেন। ঈদের দিনে মৌসুমী কাজ করা অনেক শ্রমিকও আছে এই দলে।
ঈদের পর দিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ছিল উপচে পড়া ভীড়। টিকেট না পেয়ে যারা স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পারেননি তারা ঈদ আনন্দ কিছুটা হলেও পেতে ছুটছেন নাড়ীর টানে।
রাজধানীর মহাখালী, গাবতলী, কল্যাণপুর থেকে ছেড়ে যায় বিভিন্ন রূটের বেশ কিছু বাস। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। এরমধ্যে অনেকে আবার যানজট এড়াতে পরিবার পরিজন নিয়ে স্বস্তির যাত্রা নিশ্চিত করতেই ঈদের পর দিন বাড়ী ফিরছেন।
কাউন্টার কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত গাড়ি এবং রাস্তা ফাঁকা থাকায় যাত্রীরা নির্বিঘেœ বাড়িতে ফিরতে পারছেন।
এদিকে, ঈদের পর বাড়ি ফেরাদের দলে রয়েছেন অনেক মৌসুমী শ্রমিকও। ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কসাই বা সহকারী হিসেবে কাজ শেষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন তারা।
Leave a Reply