রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ কোভিড-১৯ টিকা নিতে গিয়ে নিজের মৃত্যুর খবর জানতে পেরেছেন বরগুনার আমতলী উপজেলার কৃষক আব্দুর রাজ্জাক! ৫ বছর আগেই ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। তবে বিষয়টি তার জানা ছিল না।
জানা গেছে, ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বরগুনার আমতলী উপজেলাধীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বালিয়াতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল গনি হাওলাদারের ছেলে। ২০১৭ সালের ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।
আ. রাজ্জাক জানান, ‘করোনা থেকে সুরক্ষা পেতে আমি ভ্যাকসিনের জন্য আবেদন করতে যাই। কিন্তু অনলাইনে আবেদন নেয় না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে জানতে পারি ভোটার তালিকায় আমার নাম নেই। আমি নাকি ৫ বছর আগেই মারা গেছি।’
তিনি জানান, ‘জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় আমি এখন মৃত। তাই আবার জীবিত হতে চাই। এ জন্য নির্বাচন অফিসে আবেদন করেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা মুঠোফোনে বলেন, সম্ভবত মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহে সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগী কৃষকের আবেদন পেয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।
Leave a Reply