রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ গাছের মালিকানার দ্বন্দ্বে থমকে গেছে বরিশাল-ভোলা মহাসড়ক প্রশস্তের কাজ
সড়কের দুপাশে থাকা গাছের মালিকানা নিয়ে চলছে মামলা। আর তাই থমকে আছে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের প্রশস্থকরণের কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার শঙ্কা সড়ক বিভাগের। এছাড়া রাস্তার দুপাশে মাটি কেটে ফেলায় রয়ে গেছে ছোট-বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভেদুরিয়া ঘাট থেকে ইলিশা ফেরিঘাট। গতবছর এই রাস্তাটুকু প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। এতে দুপাশে থাকা গাছ কেটে ফেলতে বন বিভাগকে চিঠিও দেয়। যা মেনে শুরু হয় গাছ কাটাও। কিন্তু ওই গাছের মালিকানা দাবি করে গেল আগস্টে একটি সংস্থা উচ্চ আদালতে মামলা করে। এতে বন্ধ হয়ে যায় গাছ কাটা। অনির্দিষ্টকালের জন্য থমকে যায় সড়ক প্রশস্ত করার কাজ।
সংস্থাটির দাবি, বনবিভাগের কাছে সড়কের দুইধার লিজ নিয়ে তারা গাছ রোপণ করেছিলেন। তবে বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলছে, প্রায় এক যুগ আগে সামাজিক বনায়নের প্রকল্পের মাধ্যমে রোপণ করা হয়েছিলো এসব গাছ। এদিকে সড়কটি সম্প্রসারণের জন্য বরাদ্দ হয় ৮৪ কোটি টাকা। আগামী জুনে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। এখন জটিলতা কাটিয়ে সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের।
Leave a Reply