সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। আর পদক্ষেপে সমাধান না হলে হঠাৎ করে বরিশালসহ বরিশালসহ পুরো দক্ষিনাঞ্চলে গাড়ী চলাচল বন্ধ হয়ে যেতে পারে।গতকাল রবিবার মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মার্চ থেকে বরিশাল-পটুয়াখালী সড়কে চলাচলকারী সমিতির ২৫টি গাড়ীর অনুকুলে বরিশাল সমিতির পরিচালনা ব্যয়ের টাকা পটুয়াখালী প্রান্তের আদায়কৃত টাকা পটুয়াখালী মালিক সমিতি জোরপূর্বক রেখে দিচ্ছে।এ ঘটনায় সমিতির মালিক ও চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতিকে এ অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং টাকা ফেরতের জন্য বরিশাল মালিক সমিতির সভাপতি,সম্পাদক উদ্যোগ নিলেও তা সফল হয়নি।
পাশাপাশি ৩ মে ২০১৯ তারিখে পটুয়াখালী আরটিসির সভার সিদ্ধান্ত ভঙ্গ করে লেবুখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৬টি স্পটে পটুয়াখালী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে বরিশাল সমিতির গাড়ী থেকে মাত্রাতিরিক্ত হারে টাকা রাখছে। যা স্বাভাবিক গাড়ি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে ১৬ মার্চ ২০১৯ তারিখ বরিশালের বিভাগীয় কমিশনারের কাছে এক আবেদনে এর সুষ্টু সমাধানের জন্য তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Leave a Reply