সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশের সীমান্তে যত হত্যা হয়েছে, তার এখনও কোনো বিচার পায়নি এ দেশের মানুষ।
এমনকি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদও করা হয়নি। সর্বশেষ ১৬ ডিসেম্বর লালমনিরহাটের সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। পরের দিনই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং হয় কিন্তু দু:খের বিষয়ে সেখানেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
জনগণ সীমান্তে হত্যা বন্ধ চায়। আজ সোমবার বেলা ১১টায় বরিশাল বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেন।
সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগরের সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, আব্বাস উদ্দিন বাবলা, রুনু সরদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবরসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ-সংগঠনের নেতারা।
Leave a Reply