মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে ইউএনও খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
স্থানীয়রা জানান, পূবালী-৭ লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে। লঞ্চটি কাউখালী লঞ্চ টার্মিনালে পৌঁছালে ইউএনও পুলিশের সহায়তায় লঞ্চটি আটক করে।
পরে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ও অতিরিক্ত যাত্রী নামিয়ে দেন।
এ ব্যাপারে ইউএনও মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, দুর্ঘটনা এড়াতে লঞ্চটি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে জরিমানা করে ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি দেয়া হয়।
Leave a Reply