মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ক্রয় বিক্রয়ের দায়ে ১১ মাছ ব্যবসায়ী আটক হন পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে। আটককৃত ১১ ব্যবসায়ীর মধ্যে ৭ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে সব মাছ মিলিয়ে প্রায় ৪০ মণ মাছ আটক করা হয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ইলিশা চডার মাথা বিশ্বরোড ও শহরের কিচেন মার্কেটে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ৭ ব্যবসায়ী কে ১ বছর করে কারাদণ্ড ও ৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এই সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply