সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ার তুচ্ছ ঘটনার জেরে শাহাদাৎ মল্লিক (২০) নামে এক যুবকের বুকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় রনি (১৫) নামে এক কিশোর আহত হয়। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহাদাৎ মল্লিকের পিতার নাম হাফে মল্লিক ও রনির পিতার নাম জলিল শিকদার। তারা সকলে মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা।
আহত রনির পিতা জলিল শিকদার জানান, তার ছেলে রনি বুধবার রাতে অটো রিক্সা চালিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল। বাড়ির সামনের সড়কে এসে পৌছলে মাঠে টেঁটা দিয়ে মাছ শিকার করে আসা একই এলাকার রাসেল (১৯) ও হালিম গাজী (৩৫) রনির চোখে টর্চ লাইট মারে। এসময় তাদের মধ্যে বাক-বিতান্ডা শরু হলে একজন পথচারী বিষয়টি মিমাংসা করে দেন।
হামলাকারি রাসেল আশরাফ গাজী ছেলে ও হালিম গাজীর পিতার নাম জানা যায়নি। ওই ঘটনার জেরে আজ বিকেলে রাসেল ও হালিম গাজী ভগিরথপুর বাজারে রনিকে আটক করে হামলার প্রস্তুতি নিলে তার মামা আহত শাহাদাৎ মল্লিক ঘটনাস্থলে ছুটে যায়। এসময় তারা রনিকে ছেড়ে শাহাদাৎ মল্লিকের বুকে চাকু ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাজারের চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের সংবাদ পাঠায়। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গুরুতর আহত শাহাদাৎ মল্লিককে হাসপাতালে নিয়ে আসে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply