মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ছাতকে রেলওয়ের একটি গুদামের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে চুরির ঘটনাটি প্রকাশ পায়। এসময় গুদামের বাউন্ডারির ভেতরের শেড থেকে নৈশ প্রহরী ফখরুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ।
ফখরুল আলম ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেক পাটোয়ারীর ছেলে ও ছাতক রেলওয়ের নির্বাহী প্রকৌশলীর অধীনস্থ নিরাপত্তা প্রহরী। তিনি রেলওয়ে কলোনির ১৪(এ) নং বাসায় বসবাস করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে রাত ১০টা থেকে রেলওয়ের গোদামের বাউন্ডারির ভিতরে একটি শেডে অবস্থান করছিলো ফখরুল। এসময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে রেলওয়ের ৫নং গুদামের তালা ভেঙ্গে কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। একই বাউন্ডারির ভিতরে ৩ ও ৪ নং গুদামের মালামালও তালা ভেঙ্গে লুট করা হয়।
মঙ্গলবার সকালে শেডের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ের সিএসপি বিভাগের ওয়েলডার কামাল হোসেন, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আব্দুন নূরকে মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করলে পুরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে নৈশ প্রহরীকে হত্যার পর মালামাল লুট করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply