মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। রোববার (১ মার্চ) ভোর রাত ৪টা থেকে দুপুর পর্যন্ত জেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদীর তুলাতুলি, ইলিশা ও মাঝের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ইলিশা ইউনিয়নে। এদের মধ্যে ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক জনের বয়স কম থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালেতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার, বাজারজাত করণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে রোববার ভোর ৪টা থেকে ভোলার মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালান করা হয়।
এসময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে একজন ছেড়ে দেওয়া হয়। বাকিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply