সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।। ভোলায় অস্ত্র ও বন্দুকসহ মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ মানিক আকন (২৭) ও মোঃ হেমায়েত (২৫) নামে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত জাকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের মোজাম্মেল বিশ্বাসের ছেলে, মানিক একই এলাকার মোক্তার হোসেন এবং হেমায়েত একই এলাকার মুত জলিল হোসেনের ছেলে।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক, একটি চুরি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতের দিকে ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নং চর এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. মাহাবুবুল আলম শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালায়।
ওই এসময় জলদস্যুরা একটি মহিসের ট্রলারে ডাকাতি করার সময় আমরা তাদের আটক করি।তিনি আরো জানান, আটকৃতরা পটুয়াখালীর দুর্ধর্ষ জলদস্যু মহাসিন গ্রুপের সদস্য।
তাদের আইনি প্রক্রিয়া শেষে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply