মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুই ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন রোধে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১০০টি পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।
মঙ্গলবার ষষ্ঠ দিনে নৌবাহিনীর সহায়তায় সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ওই কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সরকারী নিষেধাজ্ঞা সত্তে¡ও দোকানপাট খোলা রাখায় ১১ জন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)বশির গাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বাজার,হাসাননগন ইউনিয়নের হাকিমুদ্দিন ও খাসমহল বাজার সংলগ্ন এলাকার ১০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণ শেষে নিষেধাজ্ঞা সত্তে¡ও বোরহানউদ্দিন পৌর শহর, জয়া বাজার ও হাকিমুদ্দিন বাজারে যারা দোকান-পাট খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে নৌবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় ১১ জন বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ওই বাজার গুলোতে গণসচেতনতা মূলক বার্তা দিয়ে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।
Leave a Reply