সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃআজ বিকাল ৩ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু যথাযথ মর্যাদায় দিবস পালন করা হয়েছে। সিটি কর্পোরেশনের আয়োজনে পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সিটি কর্পোরেশন।শুরুতে নগরীর সরকারি জিলা স্কুল মাঠে হাজার শিশুর অংশগ্রহণে শিশু সমাবেশ করা হয়। জিলা স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে নগরীর রাজা বাহাদুর সড়ক প্রদক্ষিণ করে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে এসে শেষ হয়। সেখানে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে রংবে রঙ্গের বেলুন উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করা হয়।
পরে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সাবেক এমপি বরিশাল ৫ আসন, জেবুন্নেছা আফরোজ, প্রধান নিবার্হী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সচিব বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মোঃ ইসরাইল হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ হোসেন চৌধুরী,
জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল, পঙ্কজ রায় চৌধুরী, ইউনিসেফের বিভাগীয় প্রধান, এইচ এম তৌফিক আহমেদ, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, উন্নয়ন সংস্থা সমূহ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিশেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
Leave a Reply