শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে মো. মেহেদি হাসান ওরফে রাজু (২৩) ও আবুল বশার (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই সময় ৪০ টি ইয়াবাবড়ি জব্দ করা হয়। মেহেদি হাসানের বাড়ি কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে। আর আবুল বশার হলেন একই উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,তাঁরা দুজনেই মাদক ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত নয়টার দিকে মেহেদি হাসানকে কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৪০ টি ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করে। তখন মেহেদি জানায়, ওই ইয়াবাবড়ি তিনি মাদক ব্যবসায়ী আবুল বশারের কাছ থেকে ক্রয় করেছেন। মেহেদির কথ্য অনুয়ায়ী পুলিশ অভিযান চালিয়ে রাত ১২ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে আবুল বশারকে গ্রেপ্তার করে।
বগা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মহিবুল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা (মেহেদি ও বশার) দুজনই চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। একে অপরের কাছ থেকে ইয়াবাবড়ি ক্রয় ও বিক্রয়ের কথা স্বীকার করেছে। আর আবুল বশারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। যা বিচারাধীন। তিনি আরও বলেন,তাঁদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজকে (সোমবার) তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply