শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
এইচ এম হেলাল, রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীতে সড়ক দখল করে মোড়ে মোড়ে অবৈধ মটরসাইকেলের স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ডে মোটরসাইকেল দীর্ঘ সারি ও যাত্রী ওঠানামার কারণে যানজট অনেকটা স্থায়ী সমস্যা হয়ে আছে।
ফলে ওই সড়ক গুলোতে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এতে যানজট ও চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। তবে গড়ে ওঠা এসব অবৈধ স্ট্যান্ড গুলো সরাতে আগ্রহ নেই সংশ্লিষ্টদের।
মোটরসাইকেল চালকরা বাসের মতো ডেকে হেঁকে যাত্রী উঠাচ্ছে। অধিকাংশ চালকই মানছেন না স্বাস্থ্যবিধি। মোটরসাইকেলে কোন প্রকার জীবাণুনাশক স্প্রে তো করা হচ্ছেই না বরং একই হেলমেট ব্যবহার হচ্ছে বার বার।
অপরদিকে, নগরবাসীর অভিযোগ, স্থানীয় কিছু পাতি নেতাকে খুশি রেখে মোটরসাইকেল চালকরা যত্রতত্র স্ট্যান্ড গড়ে তুলছেন । সরেজমিনে জেলখানার মোড়, নথুল্লাবাদ, রুপাতলী,কাশিপুর বাজার,কাশিপুর চৌমাথা,তালতলী ব্রিজের নিচে, হাতেম আলী কলেজ চৌমাথা, কাশিপুর রেন্টিতলা, কাশিপুর গড়িয়ারপার, মড়কখোলার পোল, বাকলার মোর, বেলতলা, মোড়ে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে কয়েকজন চালক দাঁড়িয়ে আছেন।
সামনে দিয়ে কোনো পথচারী হেঁটে যাওয়ার সময় তারা জানতে চান কোথায় যাবেন। এ সময় যাত্রীদের সঙ্গে তাদের দরদাম করতেও দেখা যায়।
ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার বলেন, যানজট নিরসনে পুলিশ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাস্তার উপরে অবৈধভাবে যানবাহন রাখলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply