শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :প্রতিষ্ঠার ৪৯ বছর পরও অবহেলিত রয়ে গেছে দেশের তৃতীয় বৃহত্তম বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। অত্যাধুনিক মানের অবকাঠামো ও ক্রীড়া প্রেমি থাকার পরও রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার অভাবে আন্তর্জাতিক ও বিভাগিও তেমন কোনো খেলা হচ্ছে না এই স্টেডিয়ামে।যদিও বরিশাল জেলা প্রশাসকের হস্তক্ষেপে জেলা পর্যায়ে বিভিন্ন খেলার আয়োজন করা হলেও তাতে খেলোয়ারদের মনে রয়ে যায় ব্যাপক অসন্তুষ্ট।কেননা স্টেডিয়ামে খেলোয়ারদের জন্য নেই কোনো ড্রেসিং রুমের ব্যাবস্থা। যে কয়টি রয়েছে তা শুধুমাত্র বিভাগীয় পর্যায়ের খেলোয়ারদের ব্যাবহারের জন্য,ফলে ক্ষুব্ধ এখানকার ক্রীড়ামোদীরা।
বরিশালের বিগত রাজনৈতিক ব্যাক্তিদের কাছে বহু বার এই স্টেডিয়াম জাতীয় পর্যায়ের খেলার দাবি জানানো হলেও কেউ তাতে গুরুত্ব দেয়নি ফলে স্টেডিয়ামের কার্যক্রম ধীর গতীতে চলমান রয়েছে। বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম রাকিব এই প্রতিবেদককে জানান,আমাদের বরিশাল স্টেডিয়াম থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে বহু খেলোয়ার সুযোগ পেয়ে থাকে। বর্তমানেও জাতীয় দলে আমাদের বরিশালের ৪জন ফুটবল খেলোয়ার রয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট দলে রয়েছে সাবেক এবং বর্তমানের বহু প্লেয়ার। তিনি আরো জানান বরিশাল থেকে প্রতি বছর এতো সংখ্যক খেলোয়ার জাতীয় দলে খেলার সুযোগ পেলেও তার বিন্দু পরিমান সুযোগ সুবিধা পাচ্ছেনা বর্তমানের প্রশিক্ষনরত বরিশালের খেলোয়াররা ।
সোমবার বিকেল পাঁচটার সময় নগরীর ঐতিহ্যবাহি বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের এক বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন,বরিশাল বুলস এর স্বত্বাধিকারী এম এ আউয়াল চৌধুরী ভুলু,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আরিফিন মোল্লা এবং তার ছোট ভাই মুন্না ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরাসহ বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম ,সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম (রাকিব),এসময় আরো উপস্তিত ছিলেন সোনালী আতীত ফুটবল ক্লাবের স্বত্বাধিকারী মনজুরুল হাসান ফেরদৌস,সাবেক ও বর্তমান জাতীয় দলের খেলোয়ার ইয়াসিন প্রমুখ।
জেলা ফুটবল কল্যান ক্লাবের সভায় খেলোয়ারদের সাথে মতবিনিময় শেষে স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শন করেন,এসময় বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের উন্নয়ন মূলক কাজ করার লক্ষে আরিফিন মোল্লা এক লক্ষ টাকার অনুদান দেন এবং ভবিষ্যতেও যেকোন উন্নয়ন মূলক কাজের সহায়তা করার প্রতুশ্রুতি দিয়ে থাকেন।
Leave a Reply