মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃষকবান্ধব সরকার প্রধান বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, তারই উদ্যোগে এদেশের কৃষকরা বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন। কৃষকদের দেয়া হচ্ছে ভর্তুকি।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।
প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মৎস্য রফতানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ বর্তমানে মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। পৃথিবীর ৮০ ভাগ ইলিশ এদেশের নদ-নদীসহ বঙ্গোপসাগরে উৎপাদন হচ্ছে।
অনুষ্ঠানে ইউএনও মো. ওবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায় প্রমুখ।
Leave a Reply