মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় শাকিলা বেগম (৩২) ও নাজমা বেগম (৩০) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নাজমা টিয়ারখালী গ্রামের স্বামীর বসতঘর হতে ও সোমবার দিনগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূ শাকিলার উদ্ধার করা হয়। দুই গৃহবধূর লাশ ময়নাতদন্তের পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাকিলা পৌরসভা মিরুখালী সড়কের মুচিপাড়া মহল্লার মো. হাসান ঘরামীর স্ত্রী। সে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কাইয়ুম হাওলাদারের মেয়ে। ওই দম্পতির ৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। অপরদিকে, গৃহবধূ নাজমা বেগম মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামের কবির হাওলাদারের স্ত্রী। সে দুই সন্তানের জননী।
নিহত শাকিলার ভাই লোকমান হোসেন অভিযোগ করেন, তার বোনের স্বামী সৌদিফেরত হাসান ঘরামী মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে এ নিয়ে আমার বোনের সাথে স্বামীর প্রায়ই কলহ চলে আসছিল। আমাদের ধারণা এর জের ধরে হাসান আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর সে এ ঘটনা আত্মহত্যা করা প্রচারণা চালায়।
অপরদিকে, গৃহবধূ নাজমা পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোররাতে ঘরে রক্ষিত কীটনাশক পান করে। পরে হাপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেযে স্বামীর বসতঘরের বারান্দা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, দুই গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply