সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যাক্তিগত উদ্যোগে ৬ হাজার গরীব অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মোট প্রায় ৬ হাজার কর্মহীন সুবিধা বঞ্চিত, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
শনিবার (২৮ মার্চ) জেলার নাজিরপুরে ২২৫০, পিরোজপুর সদর ১৬০০ ও নেছারাবাদ উপজেলায় ২২০০ করে মোট প্রায় ৬ হাজার কর্মহীন পরিবারকে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে মন্ত্রীর মোঝো ভাই আওয়ামী লীগ নেতা এস.এম নজরুল ইসলাম বাবুল জানান নাজিরপুর উপজেলা আ.লীগ সূত্র জানান, ওই দিন নাজিরপুর উপজেলা সদরে মন্ত্রীর বাসভবনের সামনে কোন প্রকার জনসমাগম ছাড়াই মন্ত্রীর মোঝো ভাই আওয়ামী লীগ নেতা এস.এম নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ওই উপজেলার ৯টি ইউনিয়নের দলীয় প্রতিনিদের কাছে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান, নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। আর প্রতিটি ইউনিয়নের জন্য ১৫০টি করে মোট ১হাজর ৩৫০টি ও উপজেলার ১৮ রিক্সা ষ্ট্যান্ডে ৫০টি করে ৯০০ প্যাকেট বরাদ্দ করা হয়েছে। আর এসব প্যাকেটের প্রতিটিতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি সয়ারিবন তেল রয়েছে। আর এ প্যাকেটগুলো আমাদের দলীয় (আ’লীগ) স্বেচ্ছাসেবক দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ চলছে
জেলার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, পিরোজপুর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যেকটিতে ২০০ করে মোট ১হাজার ৬০০ কর্মহীন অসহায়দের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছা সেবকরা কাজ করেছেন। আর এসব প্যাকেটের প্রতিটিতে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ১টি সাবান দেয়া হয়েছে।
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আ.লীগ সহ-সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুহিদুল ইসলাম জানান, মন্ত্রীর ব্যাক্তিগত অর্থায়নে উপজেলার পৌর এলাকা ও ১০টি ইউনিয়নের প্রত্যেকটিতে ২০০ করে মোট ২হাজার ২০০ কর্মহীন অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী স্বেচ্ছায় তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে সকাল থেকে আ.লীগের নেতা-কর্মীরা কাজ করেছেন।
আর এর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ১টি সাবান ও একটি করে মাস্ক প্রদান করা হয়েছে। জেলার নাজিরপুর উপজেলা মানবাধীকার সভাপতি মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।
Leave a Reply