সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারি বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্ত করছে। তারা নিয়মিতভাবে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অগ্রগতি প্রতিবেদন দাখিল করছে। আমরা আশা করছি নিশ্চয়ই র্যাব তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে যাতে সাগর-রুনি হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরগুনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের পুলিশ অফিসার্স মেসে আইজিপি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি আমরা সামাজিকভাবেও কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার পাশাপাশি আমরা সমাজকে সচেতন করে যাচ্ছি। আমরা মনে করি সবাইকে নিয়ে পুলিশিং করতে হবে। মুজিববর্ষ উপলক্ষে আমরা স্লোগান নির্ধারণ করেছি-পুলিশ হবে জনতার। জনগণের অভাব অভিযোগ মোকাবিলায় নিজেদের মানবিকভাবে ও নৈতিকভাবে আমরা আমাদের প্রস্তুত করেছি। আমরা সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমাদের সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বিশেষ করে দেশের উপকূলীয় জেলাগুলোতে নৌ পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। মা ইলিশ প্রজনন মৌসুমে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি নৌ পুলিশ বিশেষ ভূমিকা পালন করেন। যার ফলে এখন আমাদের দেশের নদ নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে বরগুনায়ও নৌ পুলিশের থানা স্থাপন করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মাহবুব হাকিম, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস প্রমুখ।
Leave a Reply