মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী।মঙ্গলবার (২৯ অক্টোবর) ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাচারী এলাকায় পুলিশ প্রশাসন ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এই বিবাহ বন্ধ করে। কনে চর ইলিশা সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী (জেএসসি পরীক্ষার্থী)।
জানা গেছে, ইলিশ বটতলার প্রবাসী মামুনের সঙ্গে ওই এলাকার মো. ইউসুফের মেয়ে বিয়ের আয়োজন চলছিল। এ সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফের বাড়িতে বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও কোস্ট ট্রাস্টের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত হয়। পরে ফোন দিয়ে থানার ওসি, ইলিশা ফাঁড়ির ইনচার্জ, সাংবাদিক ও ইউপি সদস্যকে জানায়। তারা এসে বাল্য বিবাহ বন্ধ করে। এ সময় বাল্যবিয়ে দেবে না কনের পরিবার এমন আশ্বাস দিলে তারা চলে যায়।
কিন্তু পুলিশকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে দুপুর ২টার দিকে পুনরায় ছেলে পক্ষকে নিয়ে বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার। এ সময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুনরায় ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল ও সাংবাদিকদের খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ছেলে ও মেয়ের পরিবারকে বিয়ের আয়োজন করতে দেখেন। এ সময় মেয়ে ও ছেলে পক্ষ কনের উপযুক্ত বয়স হলে বিয়ে দিবে এই শর্তে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
এ সময় মেয়ের চাচা বলেন, আমরা ভুল বুঝতে পেরেছি। আমাদের মেয়েকে পড়ালেখা করিয়ে উপযুক্ত বয়স হলেই তকে বিয়ে দেব।
Leave a Reply