শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের যোগীচালা এলাকায় রহমত টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে ওই কারখানার তুলার গুডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কারখানার তুলা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিাকৈরের যোগীরচালা এলাকায় রহমত টেক্সটাইল কারখানার তুলার গোডাউনে শনিবার রাত ১০টার দিকে হঠাৎ করেই ধুয়া আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মুহূর্তের মধ্যে পুরো গুডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাতের পর কারখানার পক্ষ থেকে তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনে ওই কারখানার গুডাউনে থাকা তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ওই এলাকার রহমত টেক্সটাইল কারখানায় তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পেয়ে ওই কারখানায় এসে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Leave a Reply