সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ চিরকুটে ‘মারিয়া আমার জান’ লিখে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। বরগুনার তালতলীতে ঘটেছে এই ঘটনা।
রোববার সকালে উপজেলার হড়িনখোলা গ্রামে নিজ বাড়ির তেঁতুল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহ সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে ‘মা আমাকে ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। মারিয়া আমার জান’।
জানা গেছে, ওই যুবকের নাম জোবায়ের হোসেন রিয়াজ। তার বাবার নাম কামাল মুন্সী। সে স্থানীয় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে রিয়াজ বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে প্রাইভেট পড়তে যায়। এরপর রাত হয়ে গেলেও আর বাসায় ফেরেনি। সকালে রিয়াজের খোঁজে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে তেঁতুল গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রিয়াজের মা জেসমিন বেগম কান্না কণ্ঠে বলেন, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সময় মতো খাওয়া-দাওয়াও করতো না। কথাও বলতো না। জানতে চাইলে বলতো, আমার স্বাস্থ্য ভালো না। রিয়াজের সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক ছিল কি-না তা আমাদের জানা নেই। মারিয়া মেয়েটা কে তাও জানি না।
তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, আমাদের বিদ্যালয়ে সাত-আটজন মারিয়া রয়েছে। এদের মধ্যে কোন মারিয়া তা বলা যাচ্ছে না। তবে রিয়াজের সহপাঠীদের সঙ্গে আলোচনা করে জানা যাবে।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রিয়াজের সাথে মারিয়া নামের কোনো মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। কোনো কারণে তাদের এ সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় স্কুলছাত্র রিয়াজ আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।
Leave a Reply