সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে ছিটকি সাতানী বাজার খালের ওপর লোহার সেতুটি ধ্বসে পরেছে। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের ছিটকি এলাকার সাতানী বাজার ভাড়ানি খালের সেতুতে অতিরিক্ত পাথর বোঝাই দেয়া ট্রাকটি উঠলেই ধ্বসে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন জানায়, কাঠালিয়া রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার ভাড়ানি খালের ওপর সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুকিপুর্ণ ছিল। বুধবার বিকেলে রাজাপুর কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের পাথর বোঝাই একটি ট্রাক রাজাপুর থেকে কাঠালিয়া আসছিল।
ট্রাকটি সেতুর মাঝখানে আসলে সেতুটি ভেঙ্গে ট্রাকসহ পানিতে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও সহকারি সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ বলেন, আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তিন থেকে চার দিনের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে পারব।
Leave a Reply