শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর থেকে মাত্র ১ কিঃ মিঃ উত্তরে সাতকাছিমা গ্রামে অবস্থিত একমাত্র কওমী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর জেলার সর্ববৃহৎ সাতকাছেমিয়া মাদ্রাসা। এর পূর্ন নাম জামিয়া-ই-আরাবিয়া সাতকাছেমিয়া। মাদ্রাসাটি স্থাপিত-১৯৪২ ইসায়ী। আর এ মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা করেন আলহজ্ব হযরত মাওলানা মোমতাজ উদ্দিন আহম্মেদ (রহঃ)। আর মাদ্রাসাটি দায়িত্বে ছিলেন মাওলানা হাতেম আহম্মাদ। তিনি বিগত ৪৩ বছর মুহ্তামীম এর দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানে তিনটি বিভাগ রয়েছে, নুরানী, হেফজুলকোরান ও জামায়াত বিভাগ এ মাদ্রাসাটির লেখা-পড়ার পাশা-পাশি সাপ্তাহিক সাংস্কৃতি অনুষ্ঠানসহ বাৎসরিক ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরান মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় প্রায় ৫’শতাধিক ছাত্র রয়েছে। বর্তমানে আবাসিক ছাত্রা-বাসে ৩৫০-৪০০ জন ছাত্র অবস্থান করছে। এ দিকে মাদ্রাসার বডিংয়ে প্রতিদিন ২’শত ছাত্রের খাবারের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোমতাজ উদ্দিন আহম্মেদ(রহঃ)এর ছাহেব জাদা জনাব আলহাজ্ব হাঃ হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান।
Leave a Reply