মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ আটক ৯ জনের মধ্যে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেন।
এছাড়া বাকি একজনকে ৩ হাজার টাকা জরিমানা এবং অন্যজনের বয়স কম হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ডের নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার, ৪০ হাজার মিটার জাল ও ৯ মন ইলিশ মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সাহাবউদ্দিন (২৬), বশিরউল্লাহ (৩০), হাবিবউল্যাহ (২৪), মো. সেলিম (৩০), মো. হাসনাঈন (২০), মো. রিপন (২০) এবং মো. আজাদ (২৮)। এছাড়া বয়স কম হওয়ায় সুমনকে (১৪) খালাস দেওয়া হয়। আর মো. রাশেদকে (২৬) তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের উপস্থিতিতে ৮টি মাদ্রাসা ও এতিম খানায় জব্দকৃত ইলিশ মাছ বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, ইলিশ রক্ষায় সরকার ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রেখেছে।
Leave a Reply