সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র আমন্ত্রনে বরিশালে আসছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষ্যাত করবেন চীনা রাষ্ট্রদূত। এসময় পরিকল্পিত নগরায়ন এবং নগর উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী। তিনি জানান, বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষ্যাতের জন্য আসছেন চীনা রাষ্ট্রদূত। এর বাইরে বিশেষ কোন কর্মসূচি নেই তার। বেলা সাড়ে ১১টায় সৌজন্য স্বাক্ষাত শেষে তিনি বিমান যোগে পুনরায় ঢাকায় ফিরে যাবেন।
এ বিষয়ে বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ছুটে থাকায় কোন তথ্য জানাতে পারেননি। তবে বিসিসি’র নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান বলেন, মেয়র মহোদয়ের আমন্ত্রনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু নগর ভবন পরিদর্শনে আসবেন। তিনি নগর ভবনে মেয়র এর সাথে সৌজন্য স্বাক্ষ্যত এবং নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলবেন। এর আগে নগর ভবনে চীনা রাষ্ট্রদূতকে সংবর্ধনা জানাবেন মেয়র।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহন করেন সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি দায়িত্বগ্রহনের দিনই একনেকের সভায় প্রধানমন্ত্রী তাকে ১৩০ কোটি টাকা বরাদ্দ দেন। তাছাড়া দায়িত্ব গ্রহনের মাত্র ৯ দিনের মাথায় নগর উন্নয়নের সহযোগিতার স্বার্থে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে আমন্ত্রন জানিয়ে বরিশালে নিয়ে আসছেন। তাছাড়া চীনা রাষ্ট্রদূতের বরিশালে এটাই প্রথম সফর।
Leave a Reply