রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তার বাড়ি বরগুনায়। পরিবারের দাবি, সে রুবেল নামে এক টিকটকারের প্রেমের ফাঁদে পড়ে নারায়ণগঞ্জে যায়।
এ ঘটনায় অপহৃতের পরিবার মামলা করলে টিকটকার রুবেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মাধ্যমে রুবেল নামে এক তরুণের পরিচয় হয় দশম শ্রেণির ওই ছাত্রীর। এক পর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি টের পেয়ে রুবেলের মোবাইল নম্বর সংগ্রহ করে মেয়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন কিশোরীর বাবা। ৩০ মে বিকেল ৪টার দিকে ওই কিশোরী বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। স্থানীয় পান্না ও বন্যা নামে দুইজনের মাধ্যমে তার পরিবার জানতে পারে- টিকটকার রুবেল ও তার পাঁচজন সহযোগী মিলে ওই কিশোরীকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, কিশোরী অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পাইনাদি নতুন মহল্লার একটি বাড়ির নিচতলা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় অপহরণকারী রুবেল ও তার এক সহেযাগীকে।
তিনি আরো জানান, টিকটকার রুবেলের স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। সে আগে মালদ্বীপে থাকত। সম্প্রতি দেশে ফিরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। নারায়ণগঞ্জের ওই বাসায় বাবার সঙ্গে থাকত রুবেল। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
Leave a Reply