সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীর প্রত্যন্ত অঞ্চলে দুস্থ অসহায় ও নদী ভাঙ্গন কবলিত এলাকায় সকল প্রকার সুবিধা বঞ্চিত এবং করোনাকালীন সময় চলমান লকডাউনে কর্মহীন দুস্থ অসহায় মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বরকত জাহাজের উদ্যেগে খাদ্য সহায়তা উপহার হিসাবে বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার পাঙ্গাসিয়া, জোলাগাতী, ফলইবুনিয়া, শাপলেজা, নৈকাঠী ও আমরাজুড়ীসহ বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এ সব কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনী লে. কর্নেল মো. আরিফ হোসেন, লেফটেনেন্ট মেহেদী মাসুদ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক মো. এনামূল হক প্রমুখ।
নৌবাহিনীর বরকত জাহাজ থেকে এ উপজেলায় পর্যন্ত ২৬০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা বুট, ১ কেজি ডাল, ১ কেজি লবন প্রতিটি প্যাকেটে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা আরিফুর রহমান জানান এ কার্যক্রম আগামীদিনেও অব্যাহত থাকবে।
Leave a Reply