সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নে সরকার কর্তৃক গৃহহীন পরিবারের মধ্যে বসত ঘর নির্মাণের জন্য গৃহহীন তালিকায় গৃহ ও যাদের ভূমি রয়েছে তাদের নাম বাদ দিয়ে প্রকৃত ভূমিহীনগৃহহীনদের নাম তালিকায় অন্তর্ভূক্তির জন্য মঙ্গলবার সকালে আমতলী সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কড়াইবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের ৮ নং ওয়ার্ডের বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সরকার গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য যে তালিকা সংগ্রহ করার দায়িত্বে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের দিয়েছেন। সেখানে কড়াইবাড়ীয়ার নলবুনিয়া ভূমি অফিসের তহসিলদার মো. সোলাইমান ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল গাজী, ইউপি সদস্য নাসিমা বেগম, তার স্বামী মন্ন্াফ সিকদারসহ একটি দালাল চক্র যোগ সাজসে ইউপির ৮ নং ওয়ার্ডে গৃহহীনদের নাম বাদ দিয়ে ৯ নম্বর ওর্য়াডে যাদের ঘর আছে জমি আছে তাদের কাছ থেকে ২০/৩০ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদের নাম অর্ন্তভূক্ত করে জমা দিয়েছেন । এ ঘটনায় জয়নাল আবেদীন বরগুনা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন ও করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জয়নাল আবেদীন আরো বলেন, এ সকল অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়ায় প্রভাবশালী দালাল চক্র একর পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
জয়নাল আবেদীন কড়ইবাড়ীয়া ইউপির সকল ওয়ার্ডে প্রকৃত গৃহহীনদের নাম তালিকায় অর্ন্তভূক্ত ও দোষীদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ বিষয় নলবুনিয়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসীলদার) মো. সলেমান মিয়াকে মুঠোফোনে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে কড়ইবাড়ীয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল গাজী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। ইউপি চেয়ারম্যান মো. নুর মোহাম্মাদ মাষ্টার বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply