বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাছ ও বিদ্যুতের খুঁটি রেখে দায়সাড়া রাস্তার সংস্কার কাজ করছে বলে অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গাছ ও খুঁটি সরিয়ে রাস্তা সংস্কারের ব্যাপারে এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগ নেত্রকোনা ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানালেও কোনো লাভ হয়নি।
নেত্রকোনা-খালিয়াজুড়ি সড়কের মদন পৌরসভা অংশে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার দূরাবস্থায় পথচারীরা অতিষ্ট হয়ে উঠে। সম্প্রতি নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের অধীনে চলতি বছর প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। রাস্তাটির সংস্কার কাজের দায়িত্ব পায় রেজভি কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় শাহী মসজিদ পর্যন্ত ২০০ মিটারের মধ্যেই ১৩টি গাছ ও ১টি বিদ্যুৎ এর খুঁটি না সরিয়ে দায়সাড়া কাজ শুরু করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে সড়কটির সংস্কার কাজ প্রায় শেষের দিকে হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ ও খুঁটি সরানোর ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয়নি। বিষয়টি এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানালেও তারা এ ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছেন। ১৩টি গাছ ও ১টি বিদ্যুৎ এর খুঁটি রাস্তায় রেখে সংস্কার কাজ শেষ করা হলে মূল রাস্তাটি সরু হয়ে যাবে এমনকি রিকশা-অটোরিকশাসহ সব ধরণের যান চলাচল বাধাগ্রস্ত ও প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হবে।
এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান বলছেন গাছ ও খুঁটি সরানো বাবদ যে টাকা লাগবে তা সড়ক ও জনপথ বিভাগ দেয়নি। অন্যদিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ বলেন, খুঁটির জন্য রাস্তা সংস্কারে সমস্যা হলে সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেব।
রাস্তার পাশে বসবাসকারী দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন জানান, অনেক ভোগান্তির পর সড়কের সংস্কার কাজ দায়সাড়াভাবে করা হয়েছে। কিন্তু ১৩টি গাছ ও ১টি বিদ্যুৎ এর খুঁটি না সরিয়ে এর কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এতে যেকোনো মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোবারক হোসেন জানান, গাছ-খুঁটি সড়ানোর ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি। বিষয়টি তাদের ব্যাপার।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ মদন জোনাল অফিসের ডিজিএম ফিরোজ হোসেন জানান, খুঁটির জন্য রাস্তা সংস্কারে সমস্যা হলে সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গাছ কাটার বিষয়ে আমি বনবিভাগে কথা বলেছি। অচিরেই তারা গাছ সড়ানোর ব্যবস্থা নিবে। আর খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ এর ডিজিএমকে ডেকেছি।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাজিব কুমার দাস জানান, গাছ ও খুঁটি আমাদের নয়। সংশ্লিষ্টরা যদি এগুলো না সড়ায় আমাদের কিছু করার নেই।
Leave a Reply