সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে পুলিশ পরিদর্শক নুরুল আমিন, শিশু আইন নিয়ে উপ-পরিদর্শক শামসুন্নাহার, পিতামাতার ভরণপোষণ আইন নিয়ে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নিয়ে পুলিশ পরিদর্শক ফেরদৌস কর্মশালায় আলোচনা করেন।
এছাড়াও হেল্পলাইন নম্বর ও প্রচারণা বিষয়ে লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, ডেস্কের উদ্দেশ্য, কার্যক্রম, ডকুমেন্টেশন ও রিপোর্টিং বিষয়ে কর্মশালায় আলোচনা করে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস।
বরগুনার ৬টি থানার কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
Leave a Reply