সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করন, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানি সহ বিদ্যুৎ বিভাগের অনিয়মের প্রতিবাদে চরফ্যাশন সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) আয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচিতে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,সহ-সভাপতি কামাল মিয়াজী, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব এম আমির হোসেন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নোমান শিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন ও চিলে কোঠার উপদেষ্টা নাদিম মাহমুদ সহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক জনসাধারন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমদ শুভ্র বলেন, আমাদের প্রিয় নেতা জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় মাথার ঘাম পায়ে ফেলে ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত আলাদা বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপনের জন্য কাজ করছেন৷ অথচ চরফ্যাশন বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর জন্য সে পরিশ্রম ম্লান হতে চলেছে৷ চরফ্যাসনের বিদ্যুৎ বিভাগকে ৭ দিনের আলটিমেটাম দেয়া হলো৷ অন্যথায় আজকের যে সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনের আয়োজন করেছেন তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Leave a Reply