সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
চরফ্যাসনে প্রতিনিধি॥ চরফ্যাসনের চেয়ারম্যান বাজারের ভিটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ সোহেল নামের এক যুবককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে রাবেয়া গংদের বিরুদ্ধে।
এঘটনায় পুলিশ সোহেলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন ।
সোহেলের স্ত্রী শারমিন বেগম অভিযোগ করেন, চেয়ারম্যান হাট বাজারে ভিটা নিয়ে স্থানীয় নাজিম উদ্দিন ও তার বোন রাবেয়ার বিরোধ চলছে।
আমার স্বামী সোহেল হাজারীগঞ্জ ইউনিয়নের তাঁতীলীগের সাধারন সম্পাদক থাকার কারনে ওই বিরোধীয় ভিটার ওয়ারিশ নাজিমউদ্দনের পক্ষ নিয়ে কাজ করছিলেন।
এসময়ে তার রাজনৈতিক একটা পক্ষ আমার স্বামীকে সমাজিক ভাবে হেয় করার উদ্দেশ্যে পুলিশকে ম্যানেজ করে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে।
ঘটনার দিন ১৯ জুলাই রোববার সন্ধ্যায় শশীভূষণ থানা পুলিশ প্রথমে আমার স্বামীর তাঁতীলীগ অফিস কার্যালয়ে তাকে তল্লাশী করে তার সাথে কোন মাদক দ্রব্য পায়নি।
পরে থানা পুলিশ রাজনৈতি প্রতিপক্ষদ্বারা প্রভাবিত হয়ে অন্যত্রে তার শরিরের মাদক বহন করেছে এমন অভিযোগ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার আদালতে সোপর্দ করেন। অভিযুক্ত রাবেয়া বেগম এঘটনায় কোন মন্তব্য করতে রাজি হননি।
শশীভুষণ থানার ওসি রফিকুল ইসমলাম জানান, সোহেলের কাছে থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply