মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ “ মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে প্রায় দেড়লক্ষ গাছের চারা রোপন করা হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া পিরোজপুর সদর উপজেলা প্রশাসেরন আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপনের করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যোন আলহাজ মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ সহ বাগেরহাট সামাজিক বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বৃক্ষরোপণ এ কর্মসূচির আওতায় পিরোজপুরের ৭টি উপজেলায় ফলজ, বনজ ও ঔষদিসহ বিভিন্ন প্রজাতির এক লক্ষ ৪২ হাজার ২৭৫টি গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply