মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামে সোমবার সকাল ৯টার দিকে গাছের নিচে চাপা পড়ে মো.আবদুল্লাহ হাওলাদারের ছেলে মো.জিসান হাওলাদার(০৫) নিহত হয়।
বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিট মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, সার্কেল এসপি (বামনা-পাথরঘাটা)আশ্রাফ উল্লাহ তাহের ও বামনা থানার কর্মকর্তা ইনচার্জ এসএম মাসুদুজ্জামান গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের রহিম খলিফার কিছু মেহগনি গাছ ক্রয় করে একই বাড়ীর ইদ্রিস খলিফা। শ্রমিকরা ওই গাছ কেটে কাধেঁ বহন করে বাড়ীর সামনের বেড়ীবাঁধে স্তুপ করে রাখছিলো।
এ সময় একই বাড়ীর আবদুল্লাহ হাওলাদারের ৫ বছর বয়সী শিশু জিসান ওই শ্রমীকদের পিছনে পিছনে বেড়ীবাঁধে যায় এবং ওই গাছের নিচে শিশুটি চাপা পড়ে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে তাৎক্ষনিক ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মঠবাড়িয়া পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
সার্কেল এসপি মো.আশ্রাফ উল্লাহ তাহের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাটি একটি দুর্ঘটনা। তার পরও তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply