সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দী নিম্নআয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা সোমবার সকাল ৭টা থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় পৃথক পৃথক ভ্যানে করে ঘুরে ঘুরে নিম্নআয়ের মানুষের ঘরে বিভিন্ন ধরনের সবজি বিনামূল্যে পৌঁছে দেন। এসব সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, পটল, কাঁচা মরিচ, পুইশাকসহ এক প্যাকেট করে লবণ। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক। তিনি জানান, গত কয়েকদিন ধরে তারা খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণসহ কৃষকের ধান কাটার পাশাপাশি সোমবার ‘ফ্রি সবজি’ বিতরণ শুরু করেন। নিম্ন আয়ের অসহায় মানুষদের ঘরে থাকার যে নির্দেশনা দেয়া হয়েছে তারই অংশ হিসেবে তাদের বাড়ি বাড়ি এসব সবজি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ কর্মীরা।
তিনি বলেন, অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন, তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান পয়েন্টে এ কার্যক্রম চলছে। পুরো রমজান মাস ধরে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, আহসান মাতুব্বর সুমন, আলীম ইসলাম লিয়ন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমেন মোশেদ শুভ্র, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিবলী সাদিক অপু, কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক সিবলে সাদী শুভসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পৌর শহরের বিভিন্ন এলাকায়।
Leave a Reply